26 Jan 2022, 09:25 pm

তুমিহীন কেটে গেছে কতগুলো ভোর,
ভুলে গেছি আজ মরীচা পড়া
তোমার স্মৃতির শহর!
ভালোবাসা দিবসে হেটেছি কত রাত
রেখেছি শক্ত বাঁধনে মায়াবী দুটি হাত
এসেছিলে তুমি অন্ধ হৃদয়ে আলোয় সর্বগ্রাস,
আবেগে পুড়িয়ে শিকলের মায়া ছিড়ে
সমাজ রীতিতে সেদিন
অনিয়মের যত বহিঃপ্রকাশ।

তুমি ছিলে পাশে শহরের ঘাসে
ছুয়েঁ দিয়ে যায় নীল প্রজাপতি এসে
মধুময়তায় রঙ্গনের সাথে মিশেছি অবাদ,
তোমাকে নিয়ে লিখেছি কাব্য
একমুঠো শিশিরে ভিজেছি অলস প্রভাত।

ফিরে এসো প্রিয়,
একলা পথিকের নীড়ে শাপলা শালুকের সাথে,
স্মৃতির পাতায় স্পর্শে তোমার
ভালোবাসারা করে পূন্যস্মান রাতে,
জ্বরের সময়ে জলপট্টি দিবে বলে
কপালে রেখে হাত,
ফিরে এসো তুমি জীবনের তরে,
সব ফেলে অজুহাত।

ফিরে এসো তুমি নক্ষত্র হয়ে, আলোয় দ্বিকবিদীক
খাঁচা ছেড়ে পাখি ওই আকাশে থাকি
মুক্ত করে শিক,
অমাবস্যার অন্ধকারে পা বাড়িয়ে আমি
করবো উল্লাস,
তোমারই প্রেমেতে এ হৃদয়ের কোণে
ছোট্ট চড়ুই পাখির বাস।

তুমি যে আমার সঞ্চারিণী
চলে যেও নাকো দূরে,
ফিরে যেতে চাই তোমারই পানে
অবহেলারা যায় দূরে সরে।
তোমায় খুঁজে নীল অাকাশ
তোমায় খুঁজে ভেজা মাটি,
আমার ভিতর তুমি থাকো
জোছনা হয়ে দিবারাতি।

ফিরে এসো তুমি রুপোলী আলোয়
ফিরিয়ে দিতে স্বর্গ সুখ আশ্বাস,
তুমিহীন এ পৃথিবী যেন আমার
শূন্যতায় ঘেরা নিঃশ্বাস।
বেদনাগুলো ভেঙ্গে করি চূরমার
তুমি আসবে বলে
আমি যে তোমারই অসুখে,
শোকের ছায়াগুলো নিমেষে কুড়ায়
আনন্দ দিবালোকে।

ফিরে এসো প্রিয়,
আলো ছায়ায় সাজিয়ে জীবন
তোমাকে চাই রোজ এ ভুবন,
পদ্ম পাতার জলে বেহিসেবী মন
ধূসর শামীয়ানায় সুখের বিচরণ,
থমথমে ভেজা শালিকের মতন
ভালোবেসে যেতে চাই আজীবন।

তবু ফিরে এসো প্রিয় শরতের বেশে
সুবাসিত রুপে বকুলের হাসি হেসে,
যেথায় তোমাকে পাই নিয়তির ছলে
শুকনো পাতাগুলো শুধু তোমারই কথা বলে।

ফিরে এসো প্রিয়

Like us at Facebook

Default description


This will close in 30 seconds